ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বলিউড ভক্ত মালালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, নভেম্বর ২৫, ২০১৫
বলিউড ভক্ত মালালা মালালা ইউসুফজাই

বলিউডের দারুণ ভক্ত পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই। নোবেল শান্তি পুরস্কারজয়ী এই তরুণী বলেন, “হানি সিংয়ের মতো ফূর্তিতে ভরপুর গান শুনতে ভালো লাগে আমার।

আমিও অন্যদের মতো বন্ধুবান্ধব নিয়ে ছবি দেখি, রেস্তোরাঁয় গিয়ে খাই। সর্বশেষ ‘বজরঙ্গি ভাইজান’ (সালমান খান) দেখে ভালো লেগেছে। ছবিটা শেষ হওয়ার পর হাততালি দিয়েই যাচ্ছিলাম। ’

সর্বশেষ কবে জোরে জোরে হেসেছেন জানতে চাইলে মালালা বলেন, “যখন ‘পিকু’ (অমিতাভ বচ্চন) দেখেছি। এতে টয়লেট নিয়ে প্রচুর হাস্যরসধর্মী ঘটনা আছে। এসব ভাবলেই আমার হাসি পায়। ”

‘বজরঙ্গি ভাইজান’ আর ‘পিকু’ ভালো লাগলেও সালমান কিংবা অমিতাভ নন, মালালার প্রিয় তারকা শাহরুখ খান। তার কথায়, ‘শাহরুখ খান হাত দিলেই তা সোনা হয়ে যায়! তিনি যা-ই করেন, তা পুরোপুরি নিখুঁত হয়। তার সব ছবিই আমার ভালো লাগে। এর মধ্যে সবসময়ের প্রিয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ”



বাংলাদেশ সময়: ১৪৫১ ঘন্টা, নভেম্বর ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।