ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বকেয়া কর চেয়ে আমিরের বাড়িতে প্রশাসনের চিঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বকেয়া কর চেয়ে আমিরের বাড়িতে প্রশাসনের চিঠি আমির খান

জমির কর দিতে আপত্তি জানিয়ে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো ভুবন। ‘লগান’ ছবিতে এমনই চরিত্রে অভিনয় করেছেন আমির খান।

তবে এবার বাস্তবের ‘ভুবন’ অর্থাৎ আমির খানের বাড়িতেই বকেয়া কর চেয়ে চিঠি পাঠিয়েছেন স্থানীয় প্রশাসন।

তারা জানিয়েছে, বিহারের পাটনা জেলার আখতিয়ারপুর গ্রামে আমিরের একটি পৈত্রিক বাড়ি আছে। সেখানেই চাষের জমির ৮১৭.৯৫ রুপি কর বাকি রয়েছে। বকেয়া কর মিটিয়ে দেওয়ার জন্য আমির ও তার পরিবারকে নির্দেশ দিয়েছেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অশোক শুক্লা। তিনি জানিয়েছেন, আমিরের পৈত্রিক বাড়িতে চিঠি পাঠানো হয়েছে। সেখানকার তত্ত্বাবধায়ক চিঠিটি নিয়েছেন।

শুক্লা আরও জানিয়েছেন, প্রত্যেক বছর আমিরের পরিবার এই কর মিটিয়ে দেন। কিন্তু এ বছর এখনও পর্যন্ত ওই জমির কর জমা পড়েনি। ওই জমির বকেয়া করের মধ্যে  এ বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত আমিরের নামে ১১৮.২০ রুপি, তার বোন নিখাতের নামে ৬০৬.০০ রুপি এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে ৯৩.৭৫ রুপি কর এখনো জমা হয়নি।



বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।