ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রতিদিন ফোক ফেস্টের এক ঘণ্টা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
প্রতিদিন ফোক ফেস্টের এক ঘণ্টা গাইছেন পাপন/ ছবি:নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১২ থেকে ১৪ নভেম্বর যারা রাজধানীতে ছিলেন, যেতে পেরেছিলেন আর্মি স্টেডিয়ামে; তারা তো জম্পেশ ফোক ফেস্টের সাক্ষী হয়েছেনই। কিন্তু যারা শহর ঢাকায় থাকেন না, অথবা যেতে পারেননি, তাদের জন্য মাছরাঙা টিভি রেখেছে ‘সিক্সটি মিনিটস অব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’।



দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে লাখো মানুষকে সুরে সুরে মাতিয়েছেন বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা। এ উৎসবের উল্লেখযোগ্য অংশ প্রচার হবে মাছরাঙা টিভির অনুষ্ঠানটিতে। ২৮ নভেম্বর থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে অনুষ্ঠানটি। প্রথম পর্বে থাকছে ফরিদা পারভীন, সাঁই জহুর, চন্দনা মজুমদার, অর্ক মুখার্জি, কিরণ চন্দ্র রায় ও পাপন অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবেশনা।



বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।