ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এক ঘরে চার অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, নভেম্বর ২৭, ২০১৫
এক ঘরে চার অভিনেত্রী

দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, রিচা চাড্ডা ও কালকি কোচলিন- বলিউডের এই চার অভিনেত্রী এক ঘরে, তবু কোনো ঝগড়াঝাটি হলো না! হয়নি চুলোচুলি! সামান্য নখের আঁচড়ও পড়েনি কারও ওপর! চমকানোর মতো ঘটনাই বটে।

চার অভিনেত্রীর একসঙ্গে তোলা একটি ছবি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টুইটারে দিয়েছেন কালকি।

স্বনামধন্য একজন চলচ্চিত্র সমালোচকদের সঙ্গে টিভি আলোচনায় অংশ নিতে তাদের একত্র হওয়া। এর মধ্যে দীপিকা ও আনুশকার দ্বন্দ্বের কতো গল্পগুজবই না শোনা গেছে। কিন্তু কালকি লিখেছেন, ‘ওরা খুব মজা করলো একসঙ্গে। কোনো বাকবিতন্ডা হয়নি আমাদের মধ্যে। ’

চার অভিনেত্রীর প্রত্যেকের ছবি এ বছর প্রশংসিত হয়েছে। দীপিকার ‘পিকু’, আনুশকার ‘এনএইচটেন’, রিচার ‘মাসান’ আর কালকির ‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ বলিউডের প্রচলিত ছবিগুলোর চেয়ে আলাদা মনে হয়েছে।

এদিকে শুক্রবার (২৭ নভেম্বর) মুক্তি পেয়েছে দীপিকার ‘তামাশা’। এতে তার সহশিল্পী রণবীর কাপুর। এই জুটির আগের ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে ছিলেন কালকিও।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।