ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘হিরো ৪২০’ নিয়ে ওপারে অসঙ্গতি!

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
‘হিরো ৪২০’ নিয়ে ওপারে অসঙ্গতি! (বাঁ থেকে) সৈকত নাসির, নুসরাত ফারিয়া, ওম, রিয়া সেন ও সুজিত মন্ডল

এক সপ্তাহ ধরে কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘হিরো ৪২০’ ছবির দৃশ্যধারণ চলছে। পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।

এতে দুই দেশের শিল্পী ও কলাকুশলীর গুরুত্ব সমান।

কলকাতার জোকায় রাইমা সেন, ওম আর নুসরাত ফারিয়াকে নিয়ে ছবিটির ‍দৃশ্যধারণে সামনে থেকে খাটছেন সৈকত নাসির। সব ঠিক থাকলেও কিছু ব্যাপারে মনোক্ষুণ্ন ‘দেশা-দ্য লিডার’খ্যাত এই নির্মাতা। তিনি জানান, কিছু ‘অসঙ্গতি’র ব্যাপারে আগে শুনলেও এখন প্রত্যক্ষদর্শীর মতো দেখছেন।

সৈকত বাংলানিউজকে জানিয়েছেন, ‘হিরো ৪২০’ ছবির প্রচারের ক্ষেত্রে কলকাতায় বাংলাদেশি পরিচালকের নাম কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নাম ব্যবহার করা হচ্ছে না। সেখানকার টাইমস অব ইন্ডিয়া, বর্তমান পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও এসকে মুভিজের ফেসবুক পেজে বাংলাদেশি পরিচালক, প্রযোজক কিংবা নুসরাত ফারিয়া ছাড়া অভিনয়শিল্পীরও নাম নেই। ছবিটির প্রচারের ক্ষেত্রে এই কৃপণতা সংশ্লিষ্ট পরিচালক হিসেবে তার কাছে দৃষ্টিকটু লাগছে। সৈকত নাসির এর প্রতিকার চেয়েছেন জাজের কর্ণধার আব্দুল আজিজের কাছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলানিউজের পক্ষ থেকে মোবাইলে যোগাযোগ করা হয় সৈকত নাসিরের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে পরিচালক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি। এভাবে কাজ করলে সুন্দর একটি ছবি উপহার দিতে পারবো। দিন-রাত খেটে চলেছি ভালো কিছুর জন্য। কিন্তু তার প্রতিদান মিলছে না। এ নিয়ে একটু মন খারাপ। ’

সৈকত যোগ করে আরও বলেন, ‘শ্রম ও অর্থ দিয়ে কলকাতার সঙ্গে নিয়মিত যৌথ প্রযোজনার কাজ করছে জাজ মাল্টিমিডিয়া। আজিজ ভাই আমাকে তৈরি করেছেন। ছবিটি শুরু হওয়ার আগে তিনি আমাকে কথা দিয়েছিলেন সবকিছু সমান গুরুত্ব পাবে। আমিও তার কথা মেনে কাজ করছি। আমার বিশ্বাস অসঙ্গতিগুলোর ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন। ’

এ ব্যাপারে যোগাযোগ করা হয় আব্দুল আজিজের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, ‘ওরা (কলকাতা) যদি আমাদের নাম না দেয়, এখন থেকে আমরাও ওদের নাম ব্যবহার করবো না। বাংলাদেশে সেভাবেই ছবির প্রচার করবো। ’ 

‘হিরো ৪২০’ রোমান্টিক ধাঁচের নয়। থাকছে রাজনীতির মারপ্যাঁচও। বাণিজ্যিক ছবিটি আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে।



বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।