ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

এক বছরেই হাজার কোটি টাকা আয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ডিসেম্বর ৯, ২০১৫
এক বছরেই হাজার কোটি টাকা আয়! কেটি পেরি

সারাবছর বিশ্বসংগীত মাতিয়েছেন অনেকে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সবচেয়ে বেশি ভারি হয়েছে কেটি পেরির। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকা তিনিই।

খবর ফোর্বস ম্যাগাজিনের।

এ বছর সব মিলিয়ে কেটি পেরি রোজগার করেছেন সাড়ে ১৩ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫২ কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ২৫০ টাকা! এর বেশিরভাগই এসেছে মার্কিন এই গায়িকার ‘প্রিসমেটিক’ শীর্ষক সংগীত সফরে অনুষ্ঠিত কনসার্ট থেকে।

সবচেয়ে বেশি রোজগারের দিক দিয়ে তালিকায় দুই নম্বরে আছে ওয়ান ডিরেকশন ব্যান্ড। তাদের আয় ১৩ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৩ কোটি ৮৬ লাখ সাড়ে ৯৩ হাজার টাকা)। মার্কিন গায়ক গার্থ ব্রুকস ৯ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭০১ কোটি ৯০ লাখ সাড়ে ৯৫ হাজার টাকা) পকেটে ভরে রয়েছেন তৃতীয় স্থানে।

চারে আছেন আমেরিকার আরেক গায়িকা টেলর সুইফট। তার পাওয়া পারিশ্রমিকের পরিমাণ ৮ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬২৩ কোটি ৯১ লাখ ৯৬ হাজার টাকা)। তার প্রেমিক ক্যালভিন হ্যারিস হয়েছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ডিজে। ব্রিটিশ এই সংগীতশিল্পীর অ্যাকাউন্টে গেছে ৬ কোটি ৬০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫১৪ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা।

* কেটি পেরির ‘প্রিসম্যাটিক’ কনসার্টের ভিডিও :


* কেটি পেরির ‘প্রিসম্যাটিক’ কনসার্টের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।