ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৫ জানুয়ারি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, ডিসেম্বর ১৪, ২০১৫
১৫ জানুয়ারি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ‘বাজিরাও মাস্তানি’ জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬১তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ জানুয়ারি। গত ১২ ডিসেম্বর নয়াদিল্লির দ্য লীলা প্যালেসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এখানে ছিলেন ‘বাজিরাও মাস্তানি’ জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অভিষেকে দু’জনই জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।

ভারতীয় চলচ্চিত্রে জাঁকজমক ফিরে এসেছে, সেরাদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি সেটাই উদযাপন করা হবে এবারের আয়োজনে। চলতি বছর ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে নতুন নতুন রেকর্ড হয়েছে বলিউডে। সমালোচকদেরও ভূয়সী প্রশংসা পেয়েছে কয়েকটি ছবি।

গতানুগতিক ফর্মূলার বাইরে বানানো সফল ছবির তালিকায় রয়েছে ‘পিকু’, ‘বদলাপুর’, ‘মাসান’, ‘তলভার’ প্রভৃতি। ব্লকবাস্টারের মধ্যে প্রথম সারিতে আছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’ প্রভৃতি।

বাংলাদেশ সময় : ১২২৯ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।