‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’ ছবিটার মনে অাছে? তাহলে অবশ্যই মনে থাকার কথা কাজলের বোন ছুটকিকে। কাজল-শারুখের পর অসাধারণ অভিনয়ের জন্য তাকেও নজরে পড়েছিলো সবার।
![](files/December2015/December19/1_iner_144424452.jpg)
এই হাজার সপ্তাহে বদলে গেছেন ছুটকি। তিনি অার ছোট্টটি নেই। এখন পরিণত সুন্দরী। ভারতীয় সিনেমার ইতিহাসে জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’-এর হাজার সপ্তাহ উদযাপনে মিলিত হয়েছিলেন সমস্ত তারকারা। সেখানেই দেখা গেল ছুটকিকেও। যার আসল নাম পুজা রুপারেল। বয়স এখন ৩৪ এর কোঠায়। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বর্তমানে মুম্বাইবাসী।
‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’( ১৯৯৫) এবং ‘কিং আঙ্কেল’ (১৯৯৩) ছবির পর, সম্প্রতি তাকে দেখা গেছে টেলিভিশনের এক কমেডি শোতে। এরপর দেখা মিললো ‘দিলওয়ালে দুলনিয়া লে যায়েঙ্গে’-এর হাজার সপ্তাহ উদযাপনে। পুজা রুপারেল জানিয়েছেন, ছবিটিতে কাজ করা ছিল রূপকথার মতো।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৫
ভি.এস/কেবিএন