ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সাক্ষাৎকারে অন্তরঙ্গ ববিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জানুয়ারি ২৩, ২০১৬
সাক্ষাৎকারে অন্তরঙ্গ ববিতা ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ববিতা কয়েক বছর ধরে চলচ্চিত্রে ব্যস্ততা কমিয়ে দিয়েছেন। একমাত্র সন্তান অনিক কানাডায় থাকেন।

বছরের অর্ধেক সময় তিনি সেখানেই কাটান। এ অবস্থায় তেমনভাবে গণমাধ্যমের মুখোমুখি হন না ববিতা।

দীর্ঘদিন পর দীর্ঘ টিভি সাক্ষাৎকারে পাওয়া যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী এই অভিনেত্রীকে। জীবনের সুখ-দুঃখ, সাফল্য আর রোমাঞ্চকর গল্প গাঁথা উঠে এসেছে তার আলাপচারিতায়। এতে থাকছে তার জীবনের স্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা।

চ্যানেল আইয়ের জন্য সাক্ষাৎকারটি ‘অন্তরঙ্গ ববিতা’ নামের অনুষ্ঠানটি  উপস্থাপনা ও নির্মাণ করেছেন চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। রোববার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।