ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘আপনার নায়িকা কবে হবো?’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, জানুয়ারি ২৪, ২০১৬
‘আপনার নায়িকা কবে হবো?’ তানিয়া বৃষ্টি ও জাহিদ হাসান

‘ভিট প্রতিযোগিতা শেষ করে প্রায়ই ভাবতাম জাহিদ ভাইয়ের (হাসান) নায়িকা হবো। তার টিমের সঙ্গে কাজের সুযোগ হলেও তাকে পাইনি।

দেখা হলেই বলতাম, ভাইয়া, আপনার নায়িকা কবে হবো? অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি খুব খুশি। ’- বাংলানিউজকে কথাগুলো বলেছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

রোববার (২৪ জানুয়ারি) সকালে তানিয়া জানান, তিনি এখন বড়পর্দায় ব্যস্ত নায়িকা। ছোটপর্দার কাজ তেমন একটা করছেন না। জাহিদ হাসানের নায়িকা হবেন- এ কারণেই নতুন নাটকে চুক্তিবদ্ধ হওয়া।

আজ ‘ফটোকপি’ নামের নাটকটির দৃশ্যধারণ চলছে প্রিয়াঙ্কা শুটিংস্পটে। শনিবার এর কাজ হয়েছে ধানমন্ডি লেক ও অন্যান্য স্থানে। এখানে জাহিদের দ্বৈত চরিত্র হলেও নায়িকা থাকছেন একজনই। তিনি তানিয়া বৃষ্টি।     

জাহিদ হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? এ ব্যাপারে তানিয়া বৃষ্টি বলেন, ‘সবাই জানেন যে, তিনি একজন ভালো মনের মানুষ। কাজ করতে গিয়ে বুঝেছি জাহিদ ভাই বেশ সহযোগিতা করেন। সব মিলিয়ে পারিবারিক পরিবেশে মজার ছলে কাজটি করছি। ’

জাহিদ হাসান-তানিয়া বৃষ্টি জুটির প্রথম নাটক ‘ফটোকপি’ পরিচালনা করছেন মজিবুল হক খোকন। এটি প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এসও



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।