ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের টিপসের সঙ্গে পড়শীর চুক্তি (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ভারতের টিপসের সঙ্গে পড়শীর চুক্তি (ভিডিও) পড়শী/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ভারতের নামজাদা চলচ্চিত্র ও সংগীত প্রতিষ্ঠান টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। গত বছরের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি হয়।



এর অংশ হিসেবে এরই মধ্যে টিপস প্রযোজিত ‘লাভশুদা’ ছবির জন্য একটি গান গেয়েছেন পড়শী। ‘মার জায়ে’ শিরোনামের গানটি মূলত গেয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। এটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন পড়শী। সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।

প্রায় এক মাসেরও বেশি সময় আগে চুক্তি করার পরও এতোদিন পর কেনো জানালেন? উত্তরে বাংলানিউজকে পড়শী বললেন, ‘টিপসের দুই স্বত্ত্বাধিকারী রমেশ তাউরানি ও কুমার তাউরানি আজই (বুধবার) চুক্তিনামা প্রকাশ করলেন। তাই এতোদিন জানাইনি। এটা আমার জন্য বড় পাওয়া। ’

পড়শী জানালেন, কয়েক মাস আগে মুম্বাইয়ে গিয়ে তাউরানি ভাইদের সঙ্গে তার আলাপ হয়। সেই সূত্রে এই চুক্তি। শুরুতে তিনটি গান গাওয়ার জন্য টিপসের সঙ্গে চুক্তি হয়েছে তার।

বৈভব মিশ্র পরিচালিত ‘লাভশুদা’য় অভিনয় করেছেন গিরিশ কুমার ও নবনীত কৌর ধিলন। এর সংগীত পরিচালনা করেছেন মিঠুন।

* পড়শীর কণ্ঠে ‘মার জায়ে’ গানের ভিডিও :


* ছয় দিনে পড়শিকে দেখা দেড় লাখ বার!
* ভিডিওতে পড়শির পরানের কথা
* ব্যাংককে শাকিব-পড়শির মন নাজেহাল!
* ঐশী ও স্মরণের জিপিএ-৫, পড়শি পেলেন এ
* ক্রিকেট খেলতাম, যখন বাচ্চা ছিলাম
* বাংলাদেশকে নিয়ে গানের ভিডিওতে পড়শী
* হৃদয়ের সঙ্গে পড়শী
* হাবিবের সঙ্গে চলচ্চিত্রের গানে পড়শী

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।