ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে ক্লিন ঢাকা কনসার্টের অর্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে ক্লিন ঢাকা কনসার্টের অর্থ (বাঁ থেকে) স্বপন চৌধুরী ও অনন্ত/ছবি : কাশেম হারুন- বাংলানিউজটোয়েটিফোর.কম

পরিচ্ছন্ন, পরিবেশ-বান্ধব ও আধুনিক নগরী গড়ে তোলার পথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্লিন ঢাকা সামাজিক আন্দোলনে যুক্ত হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এ উপলক্ষে তারা আয়োজন করেছে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’।



আগামী ১২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। এতে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। পাশাপাশি থাকবে চিত্রনায়ক অনন্ত জলিলের পরিবেশনা।

এ আয়োজন নিয়ে বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন অনন্ত এবং অন্তর শোবিজের চেয়ারম্যান ও সিইও স্বপন চৌধুরী। তিনি জানান, কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় করা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে।

৩৫ বছর বয়সী কারিনার সঙ্গে এ কনসার্টে সংগীত পরিবেশন করতে ঢাকায় আসবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুর। এ আয়োজনে অন্তর শোবিজের সহযোগী হয়েছে আলতা ইভেন্টস। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ব্যবস্থাপনায় থাকছে উইকেন্ড।

কনসার্টের দিন স্টেডিয়ামে ঢোকার টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০০, ২০০০ ও ৫০০০। টিকেট পাওয়া যাবে ডায়মন্ড ওয়ার্ল্ড, লোটো, ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন, আহমেদ বার্গার ও প্রিন্স বেকারির সব শোরুমে। অনলাইনে সহজ ডটকম, টিকেটচাই ডটকম ও ঢাকা ডটকমে পাওয়া যাবে টিকেট।

এ ছাড়া বসুন্ধরা কনভেনশনের বাজ থ্রি হান্ড্রেড, বেইলি রোডের ব্যাম্বো ক্যাসেল ও ক্যাপিটাল স্কাইলার্ক, তালতলার আপন কফি ঘর ও আলফেসকো, উত্তরার কাসুন্দি ও ট্রাস্ট ফ্যামিলি নিডস এবং পুরান ঢাকার আল রাজ্জাক রেস্তোরাঁ থেকে টিকেট কেনা যাবে।  

অন্তর শোবিজ ২৫ বছরের দীর্ঘ পথচলায় বলিউড অভিনেতা শাহরুখ খান, অর্জুন রামপাল, অভিনেত্রী রানী মুখার্জি, কণ্ঠশিল্পী সোনু নিগাম, সুনিধি চৌহান, শান, শ্রেয়া ঘোষাল, ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার শিল্পীরা, পাকিস্তানি শিল্পী আদনান সামি ও ব্যান্ড জুনুনকে ঢাকায় এনেছে। এসব অনুষ্ঠান ব্যাপক সাফল্যও পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।