ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থিয়েটার স্কুলে থিয়েটার স্টাডিজ বিষয়ে ডিপ্লোমা কোর্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
থিয়েটার স্কুলে থিয়েটার স্টাডিজ বিষয়ে ডিপ্লোমা কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নিয়ে থিয়েটার স্টাডিজ বিষয়ে এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু করছে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল। গত ২৫ বছর ধরে এ স্কুলে এক বছর মেয়াদি অভিনয় বিষয়ক সার্টিফিকেট কোর্স চালু ছিলো।

আগামী মাস থেকে ডিপ্লোমা কোর্সের ক্লাস শুরু হবে। এতে সফল শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন।

নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত ভবনের পঞ্চম তলায় থিয়েটার স্কুল স্থানান্তরিত হচ্ছে। এখানেই ডিপ্লোমা কোর্সের ক্লাস প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট বিষয়ের নাট্য শিক্ষকগণ পাঠদান করবেন।

ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদেরকে থিয়েটার কর্ণার (নিউ বেইলি রোড), পাঠক সমাবেশ (আজিজ সুপার মার্কেট, শাহ্বাগ), চিলেকোঠা (শিল্পকলা একাডেমী) অথবা আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল (২০/১ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সড়ক, সেন্ট্রাল রোড) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তারপর এক কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রসহ আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলে পাঠাতে হবে।

বাংলাদেশ সময় : ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।