ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১১ ফেব্রুয়ারি ‘আমি ও রবীন্দ্রনাথ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
১১ ফেব্রুয়ারি ‘আমি ও রবীন্দ্রনাথ’ নূনা আফরোজ

রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় প্রাঙ্গণেমোর নাট্যদল এবার মঞ্চে আনছে ‘আমি ও রবীন্দ্রনাথ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আগামী ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।

পরদিন দ্বিতীয় প্রদর্শনী হবে একই মিলনায়তনে, একই সময়ে।

নাটকটি উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। পাশাপাশি এর পোশাক ও মঞ্চ পরিকল্পনা তারই। তিনি জানান, ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে একজন গুণমুগ্ধ ভক্ত পাঠকের কল্পনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবনের নানাদিক ও তার সৃজনশীলতা তুলে ধরা হয়েছে।

‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটিতে আরও অভিনয় করেছেন অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, তৌহিদ বিপ্লব ও সরোয়ার সৈকত। সংগীত পরিকল্পনায় রামিজ রাজু, আলোক পরিকল্পনায় তৌহিদ রবিন।

প্রাঙ্গণেমোর ইতিমধ্যে চারটি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে। এগুলো হলো ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘রক্তকরবী’ ও ‘শেষের কবিতা’। সব নাটকই দেশ-বিদেশে দর্শকনন্দিত হয়েছে।

বাংলাদেশ সময় : ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।