ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে ঢাকায় অঞ্জন দত্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ভালোবাসা দিবসে ঢাকায় অঞ্জন দত্ত অঞ্জন দত্ত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবারও ঢাকায় আসছেন ওপার বাংলার ভিন্নধারার সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি।

‘অঞ্জন দত্ত লাইভ ইন ঢাকা’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করেছে রেড ভেলভেট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রেশমি আক্তার তিশা শুক্রবার সকালে (২৯ জানুয়ারি) বাংলানিউজকে বলেন, ‘বাংলা গানের উৎকর্ষতায় অঞ্জন দত্তের অবদান অনস্বীকার্য। সুন্দর ও মার্জিত কথা-সুরের গানের পক্ষে দীর্ঘদিন ধরে আছেন এই শিল্পী। আমরা চাই আমাদের এখানে সুন্দর ও গভীর কথার গানের জোয়ার আসুক। সব মিলিয়ে অঞ্জন দত্তের গান তরুণদের নতুন করে অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা। ’
 
আগামী ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হবে ‘অঞ্জন দত্ত লাইভ ইন ঢাকা’। অঞ্জন দত্তের পাশাপাশি একই মঞ্চে আরও থাকছে সন্ধি ও সভ্যতার পরিবেশনা। তারা মঞ্চে আসবে নিজেদের ব্যান্ড মহাকালের গান নিয়ে।

২০১৪ সালে দেশ টিভির ঈদ আয়োজনে গান শুনিয়েছিলেন এই গায়ক। এর আগে চলচ্চিত্র পরিচালনা ও গানের টানে কয়েকবার এ দেশে এসেছিলেন অঞ্জন দত্ত।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসও/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।