ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিবের আনন্দ, গর্ব, উচ্ছ্বাস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
শাকিবের আনন্দ, গর্ব, উচ্ছ্বাস! নায়করাজের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শাকিব খান

দুই প্রজন্মের দুই জনপ্রিয় চিত্রনায়ক রাজ্জাক ও শাকিব খান। বিভিন্ন সময়ে চলচ্চিত্রের পর্দায় তাদের দেখা হয়েছে।

ব্যক্তিজীবনেও এ দু’জনের মধ্যে রয়েছে সুসম্পর্ক। গত ২৩ জানুয়ারি নায়করাজের ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব। তার সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে সম্মাননা জানানো হয় কিংবদন্তি এই অভিনেতাকে।

আবার রাজ্জাকের সঙ্গে দেখা হয়েছে শাকিবের। একই অনুষ্ঠানে সম্মাননা পেলেন দুই নায়ক। মজার ব্যাপার হচ্ছে, শাকিবের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন রাজ্জাক। শুক্রবার (২৯ জানুয়ারি) শাকিব বাংলানিউজকে বলেন, ‘নায়করাজ আমাদের চলচ্চিত্রের অভিভাবক। তার দেখানো পথেই হাঁটছি আমরা। তার হাত থেকে সন্মাননা নিতে পেরে আমি আনন্দিত, গর্বিত ও উচ্ছ্বসিত। ’

দেশীয় চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার আয়োজনে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়করাজ রাজ্জাক ও শাকিব খানসহ সম্মাননা জানানো হয় কয়েকজন গুণী মানুষকে।

অন্যরা হলেন- প্রবীণ প্রযোজক ইফতেখারুল আলম, আবদুল মহিত, এ কে এম জাহাঙ্গীর খান, প্রবীণ চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরী, পরিচালক আমজাদ হোসেন, গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সবাইকে ক্রেস্ট দিয়ে করে সম্মাননা জানানো হয়। শাকিব ও অন্যরা নায়করাজ রাজ্জাকের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ। জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার কার্যালয়ে এই দশ চলচ্চিত্র ব্যক্তিত্বের ছবি আজীবনের জন্য শোভা পাবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।