ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

আবার শুভ-মাহি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জানুয়ারি ৩০, ২০১৬
আবার শুভ-মাহি আরিফিন শুভ ও মাহি । ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘অগ্নি’, ‘ওয়ার্নিং’, ‘ঢাকা অ্যাটাক’-এর পর আবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও মাহি। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।

আগামী এপ্রিল মাসে শুরু হবে দৃশ্যধারণ।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটির চিত্রনাট্য তৈরি করছেন মোহাম্মদ রফিকউজ্জামান। শনিবার (৩০ জানুয়ারি) সকালে পরিচালক খোকন জানান, মাহির সঙ্গে এর মধ্যে চুক্তি করা হয়েছে। ‘ঢাকা অ্যাটাক’-এর কাজ নিয়ে ব্যস্ত থাকায় শুভ লিখিতভাবে এখনও ছবিটির সঙ্গে যুক্ত হতে পারেননি। তবে তিনি অভিনয় করছেন এটা চূড়ান্ত।

আরিফিন শুভ ও মাহির পাশাপাশ ছবিটিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। গল্পটি ত্রিভূজ প্রেমের কি-না জানতে চাইলে খোকন জানান, এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।