ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘জনান্তিকে’ ওদের শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
 ‘জনান্তিকে’ ওদের শুরু

জহির রায়হান, ইকবাল হোসাইন, জোবায়দা লাবণী ও রুশনান মূর্তজা- প্রতিশ্রুতিশীল চার তরুণ। অাবৃত্তিশিল্পের সঙ্গে তাদের পথচলা।

বন্ধুমহলের সীমানা পেরিয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন তারা। পহেলা বৈশাখ  উপলক্ষে প্রকাশ পেলো তাদের আবৃত্তির অ্যালবাম ‘জনান্তিকে’।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, এনামুল হক বাবু, ল্পী রূপা চক্রবর্তী, মাসকুর ই সাত্তার কল্লোল, মাহফুজা হিলালী, রাজু আলীম, মজুমদার বিপ্লব প্রমুখ।

‘জনান্তিকে’ জহির রায়হানের কণ্ঠে শোনা যাবে রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা ‘মানুষের মানচিত্র’,  ভাস্কর চৌধুরীর  ‘আমার বন্ধু নিরঞ্জন’ ও ফারুক ওয়াসিফের ‘ফেলানীরা নদী হয়ে সীমান্ত পেরুচ্ছে প্রতিরাতে’ কবিতাগুলো।

ইকবাল হোসাইনের কণ্ঠে থাকছে আবুল হাসানের কবিতা ‘জন্ম মৃত্যু জীবনযাপন’, নির্মলেন্দু গুণের ‘শালিক পাখির গল্প’, মারুফ রায়হানের ‘সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ’ ও আসাদুল ইসলামের ‘বিস্মৃতির বরফ’।

জোবায়দা লাবণীর কণ্ঠে তুলেছেন প্রমোদ বসুর ‘দাম্পত্য’, কবিতা সিংহের ‘আমিই সেই মেয়েটি’, তসলিমা নাসরীনের ‘রুদ্রকে লেখা চিঠি’ ও মাহফুজা হিলালীর ‘স্বীয় সঙ্গোপনে ১’।

রুশনান মূর্তজার অাবৃত্তিতে থাকছে রফিক আজাদের ‘দুঃখ-কষ্ট’, হারুন-উর রশীদের ‘আমরা চলেছি আজ রক্তের মিছিলে’, সুবোধ সরকারের ‘আমেরিকা’ ও অপর্ণা হালদারের ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর’।

এ ছাড়া ইকবাল হোসাইন ও রুশনান মূর্তজার দ্বৈতভাবে আবৃত্তি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ এবং জহির রায়হান ও জোবায়দা লাবণীর কণ্ঠে থাকছে অনিন্দ্য অমাতের 'যে শহর হাত ধরার বিপরীতে'।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।