ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বক্স অফিসে লড়াই এড়াতে চাইছেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বক্স অফিসে লড়াই এড়াতে চাইছেন শাহরুখ

এবারের রোজার ঈদে বক্স অফিসে সালমান খানের ‘সুলতান’-এর সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে শাহরুখ খানের ‘রায়ীস’। দুটি ছবির একটি যেন অন্যটির ব্যবসায় ভাগ বসাতে না পারে সেজন্য মুক্তির তারিখ পরিবর্তন করাটা যৌক্তিক হবে বলে মনে করেন তিনি।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে শাহরুখ বলেন, “আমি মনে করি, ‘রায়ীস’ ও ‘সুলতান’-এর মুক্তির তারিখ পরিবর্তন করাটা যৌক্তিক ব্যাপার। বিকল্প পথ খুঁজতে চেষ্টা করছি আমরা, যেন কোনো ছবি ক্ষতির সম্মুখীন না হয়। এটা খুব বিদঘুটে ব্যাপার, মনে হচ্ছে এ কি করলাম আমরা! বক্স অফিসে এমন লড়াই কারও ভালো লাগে বলে মনে হয় না। ”

বিষয়টি শাহরুখকে এতোই পীড়া দিচ্ছে যে, বন্ধু আদিত্য চোপড়া (সুলতান ছবির প্রযোজক) ও সালমানের সঙ্গে কথা বলবেন তিনি। এ বিষয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আদি (আদিত্য চোপড়া) আমার পরিবারের মতোই। ফারহানের (রায়ীস ছবির প্রযোজক) সঙ্গেও আমার তেমন সম্পর্ক। সবার প্রতি সম্মান দেখিয়ে আদি ও সালমানের সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে কথা বলবো। এ নিয়ে ইতিমধ্যে ফারহানের সঙ্গে কথা বলেছি। যদি আমরা দিন-তারিখ পরিবর্তন করি, তাহলে যে কোনো একটি ছবিকে সরে যেতে হবে। ব্যক্তিগতভাবে আমরা তিনজনই বন্ধু। একই দিনে ছবি মুক্তি দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো অহংবোধ নেই। ’

এ ক্ষেত্রে ‘রায়ীস’ পিছিয়ে যাওয়ার আভাস দিয়ে রেখেছেন শাহরুখ। তিনি বলেন, ‘প্রযোজকরা যদি সিদ্ধান্তে অনড় থাকেন অথবা তারিখ পরিবর্তন করেন, তাহলে ভেবে দেখা দরকার ঈদটা সালমান খানের জন্য সুসময়। ’ তবে ঈদকে ঘিরেই ‘রায়ীস’ বানানো হয়েছে বলে উল্লেখ করেন শাহরুখ।

গত বছরের ডিসেম্বর শাহরুখ প্রযোজিত ‘দিলওয়ালে’র সঙ্গে একই দিনে মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’। এ কারণে ‘দিলওয়ালে’ লোকসানের মুখে পড়েছে। ঈদে আবার এমন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে চিন্তিত শাহরুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।