দেশীয় পপ ও ব্যান্ড সংগীতের পথিকৃৎ ছিলেন আজম খান। তাই তিনি সবার কাছে পপগুরু।
স্বাধীনতা সংগ্রামের এই বীর সেনানী সংগ্রামী জীবনে অনেক কীর্তি গড়েছিলেন। আজ ৫ জুন তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। কিংবদন্তি এই শিল্পীর গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। সেগুলোর মধ্য ১০টি গান শুনুন।
* আলাল ও দুলাল
* অনামিকা
* হারিয়ে গেছে রে
* বাংলাদেশ
* ওরে সালেকা, ওরে মালেকা
* আসি আসি বলে
* আমি যারে চাইরে
* পাপড়ি
* অভিমানী
* আমি বাংলাদেশের আজম খান
বাংলাদেশ সময় : ১২০৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৬ জেএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।