ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

বিনোদন

আবার উপস্থাপনায় ফাহমিদা নবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জুন ৫, ২০১৬
আবার উপস্থাপনায় ফাহমিদা নবী

প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দের সুরে বেশকিছু গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। এবার লাকীর কালজয়ী কিছু গান নিয়ে সাজানো অনুষ্ঠান উপস্থাপনা করলেন তিনি।

‘সুর মণিহার’ নামের এই আয়োজনে গানও গেয়েছেন ফাহমিদা। তার কণ্ঠে শোনা যাবে ‘বারেবারে’, ‘আজ আছি কাল নেই’। তার বোন সামিনা চৌধুরীও লাকী আখন্দের সুরে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন। সেগুলোর মধ্য থেকে এ অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘আমায় ডেকো না’।

এ ছাড়া লাকী আখন্দের সুর-সংগীতে অন্যদের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে বাপ্পা মজুমদার ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ঐ নীল মনিহার’ এবং বাদশা বুলবুল গাইবেন ‘আগে যদি জানতাম’।

এর আগেও বিভিন্ন সংগীতানুষ্ঠান উপস্থাপনা করেছেন ফাহমিদা নবী। এবারের আয়োজন প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বললেন, ‘লাকী আখান্দের গানের যে বৈচিত্র তরুণ প্রজন্মের মধ্যে তা তুলে ধরাই ছিলো আমাদের মূল লক্ষ্য। গানের ফাঁকে আমরা বাংলাদেশের সমৃদ্ধশালী গানের ভান্ডার নিয়ে আলোচনা করেছি। ’

অনুষ্ঠানটির দৃশ্যায়ন হয়েছে গত ৩ জুন। এবারের রোজার ঈদে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে ‘সুর মণিহার’।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।