ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় বসে সুইজারল্যান্ডে শুটিং!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ঢাকায় বসে সুইজারল্যান্ডে শুটিং! ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুইজারল্যান্ডে না গিয়েও রাজধানীতে থেকেই সুইজারল্যান্ডে শুটিং করলেন শবনম ফারিয়া! ব্যাপারটা অদ্ভুত হলেও ঘটনা মিথ্যে নয়। তবে এই সুইজারল্যান্ড দেশ নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুইজারল্যান্ড নামের একটি জায়গা আছে, সেখানেই ‘কানামাছি’ নামের একটি নাটকের কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সুইজারল্যান্ড স্থানটি নিয়ে শবনম ফারিয়া বাংলানিউজকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশকিছু সুন্দর জায়গায় কাজ করেছি। তবে বিশেষ করে সুইজারল্যান্ড স্থানটির কথা না বললেই নয়। জানতাম না এখানে এই নামে কোনো জায়গা আছে। শুটিংয়ের শুরুতেই সবাইকে বলতে শুনলাম, 'আমরা এখন সুইজারল্যান্ডে যাবো। ' শুনে অবাক হয়েছিলাম। পরে জানতে পেরেছি, এখানকার একটি জায়গা একটু উঁচু থাকার কারণে অনেকটা সুইজারল্যান্ডের মতো মনে হয়। তাই এটাকে সুইজারল্যান্ড ডাকা হয়। ’

‘কানামাছি’ মূলত ত্রিভুজ প্রেমের গল্প। এতে শবনম ফারিয়ার সহশিল্পী মিশু সাব্বির ও তৌসিফ মাহবুব। হিমেল আশরাফের পরিচালনায় নাটকটির দৃশ্যায়ন শুরু হয়েছে গত ৪ জুন। চলবে টানা চার দিন। উত্তরার কিছু স্থানেও কাজ হবে।  

সুইজারল্যান্ড জায়গাটিতে কাজের ব্যাপারে শবনম ফারিয়া আরও বলেন, ‘প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। পরিচালক অনেক ধীরে-সুস্থে কাজটি করছেন। এক-একটি টেক প্রায় ৫-৬ বার করে নেওয়া হচ্ছে। পদ্মপাড়ে কাজ করেও অনেক ভালো লেগেছে। ’

শবনম ফারিয়া ঈদের আরও কিছু নাটকে কাজ করছেন। হিমেল আশরাফের আরেক নাটক ‘১৮+’ নাটকেও দেখা যাবে তাকে। এটিও রোজার ঈদে প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।