ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

বিনোদন

সন্দেহপ্রবণ তাহসিন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুন ৭, ২০১৬
সন্দেহপ্রবণ তাহসিন!

তাহসিনের সন্দেহ, অফিসে মেয়ে সহকর্মীর সঙ্গে পরকীয়া করছেন তার স্বামী। একদিন স্বামীর জামা থেকে অপরিচিত ঘ্রাণও পান তিনি।

এ কারণে স্বামীকে কান ধরে ওঠ-বস করান। পরে দেখা যায়, এলাকার লন্ড্রিম্যান জামা ইস্ত্রির সময় একধরনের সুগন্ধি ব্যবহার করে। সেটার ঘ্রাণই পেয়েছেন তিনি।

‘ওথেলো সিনড্রোম’ নামের নাটকে দেখা যাবে এই গল্প। এতে তাহসিনের স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান। তাদের চরিত্রের নাম রনি ও সুহি। এই দম্পতি ভালোবেসে বিয়ে করেছে সম্পর্ক দেড় বছর হলো। কিন্তু সুহি সবসময় রনিকে অকারণে সন্দেহ করে। এমন সন্দেহবাতিকদেরকে চিকিৎসকদের ভাষায় বলে ‘ওথেলো সিন্ড্রোম’।

রোমান্টিক-কমেডি নাটকটির দৃশ্যায়ন হয়েছে গুলশান ও মগবাজারের বিভিন্ন স্থানে। এটি লিখেছেন শফিকুর রহমান শান্তুনু, পরিচালনায় সায়েদুজ্জামান মিঠু। এতে আরও অভিনয় করেছেন ডা: এনাম, ইরফান সাজ্জাদ, জয়নাল ও অনেকে। প্রযোজনায় টম ক্রিয়েশনস। ‘ওথেলো সিনন্ড্রোম’ শিগগিরই প্রচার হবে চ্যানেলে আইতে।

বাংলাদেশ সময় : ১৭৫২ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।