ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তর বহুল প্রতীক্ষিত ছবি ‘কাবালি’ ও অভিনেতা ইরফান খানের ‘মাদারি’ মুক্তি পাচ্ছে একই দিনে (২২ জুলাই)। এ কারণে বলাবলি হচ্ছে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন তারা।
তবে ইরফানের মন্তব্য, তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। ৪৯ বছর বয়সী এই অভিনেতার দাবি, রজনীকান্তর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরেকবার জন্ম নিতে হবে তাকে! মুম্বাইয়ের জি প্রিমিয়ার থিয়েটারে শিশু-কিশোরদের জন্য আয়োজিত ‘মাদারি’র বিশেষ প্রদর্শনীতে একথা বলেন তিনি।
বক্স অফিসে রজনীকান্তর মুখোমুখি হওয়ার বিষয়ে জানতে চাইলে ইরফান বলেন, ‘এটা লড়াই নয়। তিনি বড় মানুষ, বড় অভিনেতা, তাকে গোটা বিশ্ব চেনে। তার সমান হতে পারবো না কখনও। আমার ছবি তার সঙ্গে আসছে, এটা ভাগ্যের ব্যাপার। আমরা যে লগ্নি করেছি তার চেয়ে যদি কিছু টাকা বেশি আয় হয় তাহলেই আমরা খুশি। ’
যোগ করে ‘পিকু’ তারকা ইরফান আরও বলেন, ‘রজনীকান্তকে ব্যক্তি হিসেবে অনেক শ্রদ্ধা করি আমি। তার সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে আবার জন্ম নিতে হবে। ’
‘জাজবা’র অভিনয়শিল্পী ইরফান চান, ভারতীয় ছবিতে যে পরিবর্তন এসেছে তা দেখুক শিশুরা। তিনি বলেন, ‘আমাদের এখানে এখন কী ধরনের ছবি তৈরি হচ্ছে তা শিশুদের দেখা দরকার। হলিউডের ছবিগুলো অহরহ দেখলেও তারা আমাদের ছবি দেখতে পারে না। নতুন দিনের ছবি যা হচ্ছে তা শিশু-কিশোর ও তরুণদের দেখাতে হবে, তা না হলে সবাই হলিউড দেখবে। ’
নিশিকান্ত কামাত পরিচালিত ‘মাদারি’র প্রচারণায় ভারতের বিভিন্ন শহর প্রদক্ষিণ করছেন ইরফান। তবে প্রচারণা তার মোটেই ভালো লাগে না। এটাই নাকি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত বিরক্তিকর অংশ!
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেএইচ