মঙ্গলবার (১৩ জুন) বিকেলে বাংলানিজের সঙ্গে আলাপে রুমি বলেন, ‘ঈদে খুব বেশি কাজ করিনি। মাত্র চারটি গানে পাওয়া যাবে আমাকে।
রুমি জানান, বিটিভির জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় এবার থাকছেন তিনি। কবির বকুলের লেখা একটি গানে সুর ও সংগীতায়োজন করেছেন রুমি। এটি গেয়েছেন চন্দন সিনহা। শিল্পীর পাশাপাশি তিনিও হাজির থাকবেন পর্দায়। সম্প্রতি এর দৃশ্যধারণে অংশ নিয়েছেন রুমি। সজল ও নাবিলার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এটি প্রযোজনা করবেন মাহফুজুর রহমান ও মীর আনোয়ার রঞ্জু।
অন্যদিকে আনজাম মাসুদের উপস্থাপনায় বিটিভির আরেক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ থাকছে রুমির তিনটি গান। নিজের সুর সংগীতে গায়িকা সালমার সঙ্গে রুমি গেয়েছেন ‘রঙিলা’ শিরোনামের গান। এটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন।
শওকত আলী ইমন, কনা ও ইমরানের জন্য সুজন আরিফের সুর করা আরেকটি গানের সংগীতায়োজন করেছেন রুমি। একই অনুষ্ঠানের জন্য এটি লিখেছেন মাহমুদ মানজুর।
এ ছাড়া শাহ আবদুল করিমের বিখ্যাত ‘রঙের দুনিয়া’ গানটিতে নতুন সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। এটি কণ্ঠে তুলেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই গায়িকা কর্নিয়া ও ঐশী। ‘পরিবর্তন’-এর এই আয়োজন দেখা যাবে ঈদের তৃতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসও