ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

২০১৯ সালের আগস্টে আসছে জনের ‘বাটলা হাউজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, সেপ্টেম্বর ২১, ২০১৮
২০১৯ সালের আগস্টে আসছে জনের ‘বাটলা হাউজ’ 'বাটলা হাউজ' সিনেমার ফার্স্ট লুক

জন আব্রাহামের নতুন সিনেমা ‘বাটলা হাউজ’। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে।

পাশাপাশি জানানো হয় আগামী ২০১৯ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। তবে এই তারিখে আগে থেকেই ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘মেড ইন চায়না’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০০৮ সালে দিল্লিতে ঘটে যাওয়া এক বন্দুকযুদ্ধের ঘটনা নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

ফার্স্ট লুক পোস্টারটি টুইটারে পোস্ট করে জন লেখেন, প্রতিটি গল্পের দুইটি দিক থাকে। একটি ভুল, আরেকটি সঠিক। কিন্তু তা যদি অস্পষ্ট হয় তাহলে কি হবে?

‘বাটলা হাউজ’র গল্প লিখেছেন রিতেশ শাহ। পরিচালনা করেছেন নিখিল আদবানী। এতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্র দেখা যাবে বলিউড ‘পাওয়ার হাউজ’খ্যাত জন আব্রাহামকে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।