ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

জোভান-প্রভা নবদম্পতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, সেপ্টেম্বর ২২, ২০১৮
জোভান-প্রভা নবদম্পতি! জোভান ও প্রভা

বিয়ের প্রথম দিনেই ইরার সাথে খারাপ ব্যবহার করে আসলাম। অবশ্য এর একটা কারণ আছে।

তা হলো আসলাম তার বাবাকে অনেক বেশি ভয় পান। তাই নিজের অনিচ্ছায় বাবার পছন্দে ইরাকে বিয়ে করেছেন তিনি।

যদিও ইরা ওই দিন আসলামকে কিছুই বলেন না। তবে পরেরদিন সকালে ইরা আসলামের বিছানায় পানি দিয়ে তার ঘুম ভাঙায়। আসলাম ইরাকে কিছু বলতে গেলে ইরা তার শ্বশুরের ভয় দেখায়।

তাই ইরাকে তিনি আর কিছুই বলেন না। ইরা আসলামকে বলেন, এখন থেকে আমার কথা না শুনলে আমার কাছে আরও অনেক রকম বুদ্ধি আছে একেক সময় একেকটা বুদ্ধি প্রয়োগ করবো।

আসলাম-ইরা নবদম্পতির এমন খুনসুটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইরার পাগলামী’। এটি রচনা ও পরিচালনা করেছেন মুসাফির রনি।

নাটকটিতে ইরার চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও আসলাম চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আরও রয়েছেন আহসানুল হক মিনু, তুলিয়া ইয়াসমিন পাপিয়া, জাহাঙ্গীর হোসেন বাবর, মাসুদ আহমেদ, জি এম মহসিন, নাজিম হামিদ।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় আরটিভিতে ‘ইরার পাগলামী’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।