ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কে হবেন টাইগারের নায়িকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, ফেব্রুয়ারি ৯, ২০১৯
কে হবেন টাইগারের নায়িকা? টাইগার শ্রফ

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’। এর দুই কিস্তিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এরই মধ্যে ‘বাঘি থ্রি’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।

তৃতীয় পর্বেও থাকছেন টাইগার। কিন্তু তার বিপরীতে নায়িকা কে হবেন, আনুষ্ঠানিকভাবে তা এখনো জানানো হয়নি।

কিন্তু নানা সময়ে সিনেমাটিতে বেশ কয়েকজন অভিনেত্রীর কাজ করার গুঞ্জন শোনা গেছে।

তবে সম্প্রতি সকল ধারণা উড়িয়ে দিয়ে সিনেমাটির নির্মাতা জানান, এখনো টাইগারের নায়িকা চূড়ান্ত হয়নি। বর্তমানে সিনেমাটির স্ক্রিপ্টের কাজ চলছে। আর এই কাজ শেষ হলেই নায়িকা ঠিক করা হবে।

আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’ মুক্তি পাবে ২০২০ সালের ৬ মার্চ।

এর আগে ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাতানি টাইগারের বিপরীতে অভিনয় করেছেন। সম্প্রতি শোনা যায় নতুন কিস্তিতে অভিনয় করবেন সারা আলি খান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।