এর আগে অ্যামাজনের ভয়াবহ দাবানলেও বড় অঙ্কে সহায়তা করেছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর সংস্থাটি।
অস্ট্রেলিয়ায় চলতি ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন মানুষ ও ১০০ কোটির বেশি বন্যপ্রাণী মারা গেছে।
গত বছরেই যাত্রা শুরু করেছে পরিবেশ বিষয়ক সংস্থা আর্থ অ্যালায়েন্স। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এই সংস্থার কো-চেয়ার। তার সঙ্গে আছেন লরিন পাওয়েল জবস ও ‘ভিস্তা’র কর্ণধার ব্রায়ান শেঠ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায় কাজ করাই এর লক্ষ্য। অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলায় সংস্থাটি স্থানীয় কিছু সহযোগী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে।
ইতোপূর্বে একই লক্ষ্যে আরও অনেক হলিউড তারকা বড় অঙ্কে অর্থ সহায়তা করেছেন। এদের মধ্যে অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওর্থ ও এলটন জন উভয়ে ১ মিলিয়ন ডলার করে সহায়তা করছেন। এর আগে নিকোল কিডম্যান, পিঙ্ক, কিথ আরবানসহ অনেকেই দান করছেন এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমকেআর