ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভালোবাসা ছড়িয়ে পড়ুক পথশিশুদের মাঝেও: নায়িকা শাহনূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ভালোবাসা ছড়িয়ে পড়ুক পথশিশুদের মাঝেও: নায়িকা শাহনূর

ঢাকা: স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা, বাবা-মার পাশাপাশি ভালোবাসা যেন পথশিশুদের মাঝেও ছড়িয়ে পড়ুক। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ‘সবার জন্য ভালোবাসা’ শীর্ষক মানববন্ধনে চিত্রনায়িকা শাহনূর এ কথা বলেন।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সংগঠনটির তরুণ-তরুণীরা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ফুল বিতরণ করেছেন। এ সময় তাদের সবার গায়ে ছিল ভালোবাসার চিহ্ন অঙ্কিত টি-শার্ট।

 

লাল গোলাপ বিতরণকালে তারা বলেন, ভালোবাসা কখনো এককেন্দ্রিক হতে পারে না। মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন কেউই ভালোবাসার বাইরে নয়। মানুষ মানুষের জন্য। তাই সব মানুষের জন্যই ভালোবাসা থাকতে হবে।

মানববন্ধনে সংস্থাটির চেয়ারম্যান এস টি শাহীন বলেন, জন্মের পর থেকেই মানুষ ভালবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কিছু ভালোবাসা রক্তের সম্পর্কের, কিছু ভালোবাসা সৃষ্টি পথ চলতে গিয়ে। ভালোবাসা প্রতিটা মানুষের সহজাত মানবিক বৈশিষ্ট্য। তাই আসুন, সবাই মিলে ভালোবাসা দিবসের নতুন সংজ্ঞা তৈরি করি।

এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শাহনূর বলেন, বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা যেমন আছে, তেমনি আমাদের ভালোবাসা যেন পথশিশুদের জন্যও থাকে। পথশিশুদের জন্য ভালোবাসার প্রত্যয় নিয়েই আমার ভ্যালেন্টাইন ডে। আমাদের সবার ভালোবাসা যেন পথশিশুদের মাঝেও ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করি।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটি প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাজীব সরকার, সদস্য শাহাদত উল্লাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।