ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনা রোগী ও ডাক্তারদের জন্য বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ন্যানসির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
করোনা রোগী ও ডাক্তারদের জন্য বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ন্যানসির

চলমান করোনা সংকটে প্রশংসনীয় এক সিদ্ধান্ত নিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। দেশব্যাপী দিনদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই নেত্রকোনা জেলাও। তাই নিজ জেলা শহরের করোনা রোগী ও ডাক্তারের সেবায় নিজের ডুপ্লেক্স বাড়িটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত  গায়িকা ন্যানসি।

এ বিষয়ে গায়িকা বলেন, ‘বিশ্বব্যাপী চলছে করোনাকাল। চরম এই সংকটকালে নিজ দেশের মানুষের প্রতি আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে।

সেই চিন্তা থেকে এই সিদ্ধান্ত নেওয়া। এতে কিছু মানুষের উপকার হলেও নিজের মধ্যে একটা ভালোলাগা কাজ করবে। সংকট সময় যতদিন দরকার, ততদিন বাড়িটি জনস্বার্থে ব্যবহার করতে পারবে প্রশাসন। ’

ন্যানসি আরও বলেন, ‘নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। বাড়িটি কাজে লাগানোর বিষয়ে তিনি আমাকে জানাবেন। বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য এবং আইসোলেশনের জন্যও ব্যবহার করতে পারবেন। ’

ন্যানসির এমন সাহসী সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীসহ অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।