‘ভেনম’র মতো এর সিকুয়েলেও টম হার্ডিকে সাংবাদিক এডি ব্রক রূপে দেখা যাবে। তিনি ভেনম তৈরি করতে ভিনগ্রহের সিমবায়োটের সঙ্গে যুক্ত হন।
অভিনেতা-চিত্রপরিচালক অ্যান্ডি সারকিস এই কাঙ্ক্ষিত সিনেমাটির পরিচালনা করছেন। সিনেমাটির প্রথম পর্বের পরিচালক রুবেন ফ্লেশারের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নিয়েছেন অ্যান্ডি।
এদিকে সনি পিকচার্স সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ভেনম-২ সিনেমাটি ২০২১ সালের ১ অক্টোবর মুক্তির কথা ছিল। তবে নতুন ঘোষণায় মুক্তির তারিখ এগিয়ে আনা হয়েছে। এখন সিনেমাটি মুক্তির নতুন তারিখ আগামী বছরের ২৫ জুন।
মূলত করোনা ভাইরাস মহামারির কারণে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ মুক্তির তারিখ পিছিয়ে ২০২১ সালের ১ অক্টোবর নির্ধারণ করেছে ওয়ার্নার ব্রাদার্স। এ সুযোগে ‘ভেনম ২’ মুক্তির তারিখ এগিয়ে এলো।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভেনম’ বিশ্বজুড়ে দারুণ হিট হয়। টম হার্ডি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মিচেল উইলিয়ামস ও রিজ আহমেদ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২০
এমকেআর