ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

মিলন-মম জুটির ‘আরাধ্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, মার্চ ৩, ২০২১
মিলন-মম জুটির ‘আরাধ্য’ মিলন ও মম

জারা-দীপু সুখি দম্পতি। স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী তার বিপরীত, ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসেন।

একদিন জারা জানায়, তিনি মা হতে চলেছে। খুশিতে আত্মহারা হয়ে যায় দীপু।  

তবে খবরটি শোনার কিছুক্ষণের মধ্যেই পৃথিবী ওলটপালট হয়ে যায়। দীপুর প্রথম স্ত্রী মৌ এক দুর্ঘটনায় গর্ভাবস্থায় প্রাণ হারায়। একের পর এক সেই দৃশ্যগুলো মনে পড়ে যায় তার। জারা জানে এ ঘটনার কথা। তবে স্বামীকে সারাক্ষণ সেসব স্মৃতি থেকে দূরে রাখার সর্বাত্মক চেষ্টা থাকে তার। দীপু চায়নি দ্বিতীয়বার ঘর বাঁধতে। তবে ঘটনাক্রমে জারাকে বিয়ে করতে হয়েছিল তার।  

স্বামীর প্রথম স্ত্রীর এতো গল্প, এতো কথা জারাকে অসুস্থ করে দেয়। একা থাকলে তিনি মৌকে দেখতে পান, কথা বলেন! এমন মনস্তাত্বিক টানাপড়েনের গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘আরাধ্য’।

রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজিব চিশতি। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, সেঁজুতি খন্দকারসহ আরও অনেকে। প্রযোজনা করেছে এস এইস ভিশন।  

নির্মাতা জানান, বুধবার (৩ মার্চ) রাত ৮টায় আরটিভিতে ‘আরাধ্য’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।