ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেতা শাহিন আলম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মার্চ ৯, ২০২১
অভিনেতা শাহিন আলম আর নেই

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাহিন আলম মারা গেছেন।  রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রাত ১০টা ০৫ মি‌নি‌টে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃতু‌্যর খবরটি নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।  

তিনি ফেসবুকে লেখেন, চিত্রনায়ক শাহীন আলম ভাই আর নেই। আজ রাত ১০টা ০৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

এর আ‌গে, কিডনিজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে ছি‌লেন শা‌হীন আলম।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের সুবাদে চলচ্চিত্রে পা রাখেন পান শাহিন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এরপর অভিনয় করেন বেশ কিছু সিনেমায়। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন শাহিন আলম।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।