ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থিয়েটারকর্মীদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য বিলিফ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
থিয়েটারকর্মীদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য বিলিফ’

একজন অভিনেতার অপরিহার্য গুণ কোনটি। কোন বিশেষ গুণের কারণে একজন অভিনেতা তার স্বীয় সত্ত্বা বিলীন করে নতুন একটি সত্ত্বায় আবির্ভূত হতে পারেন, সে বিষয়টির সন্ধানে এক ঝাঁক তরুণ থিয়েটারকর্মী।

 

আর এমনই অনুসন্ধানমূলক কাজের উপর নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য বিলিফ’। সম্প্রতি রুশদা স্টুডিওতে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে এটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এটি রচনা ও পরিচালনা করেছেন অভিনেতা টুটুল চৌধুরী।

টুটুল চৌধুরী জানান, ‘দ্য বিলিফ’ থিয়েটার ওয়ার্কশপে অভিনয় প্রশিক্ষণ কাজে প্রদর্শিত হতে পারে।

এই স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করছেন- মোস্তাফিজ, ফাহামিদা, বৈদ্যনাথ ও সায়াহ্নিকা থিয়েটারে এক ঝাঁক থিয়েটারকর্মীর সঙ্গে পরিচালক টুটুল চৌধুরী নিজেও।

এর আগে টুটুলের অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালা ভাবি’ ২০১৯ সালে রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। একই সঙ্গে টুটুল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হন।

জানা যায়, এম এম থিয়েটার প্রযোজিত ‘দ্য বিলিফ’ দেশে-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।