ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে জয়া আহসানের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মে ২, ২০২১
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে জয়া আহসানের শ্রদ্ধা জয়া আহসান ও সত্যজিৎ রায়

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন রোববার (০২ মে)। ১৯২১ সালের এই দিনে কলকাতায় জন্ম নেন সাহিত্যিক সুকুমার রায়ের একমাত্র সন্তান সত্যজিৎ রায়।

চলতি বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে প্রখ্যাত এই নির্মাতাকে শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ফেসবুকে জয়া লেখেন, ‘বামনদের ভূখণ্ডে তাঁর মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন। কিশোরীবেলায় তাঁর লেখায় ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড়বেলায় তাঁর ছবি খুলে দিয়েছিল আমাদের মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই। ’

তিনি আরও লেখেন, ‘পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে। আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনো ফিরে আসছি তাঁর ছবির কাছে। একশ বছর পরে বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে। ’

বিশ্ববরেণ্যে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে তাকে স্মরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।

সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপনে অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সারাবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা উদযাপিত হবে। কিংবদন্তি লেখক, চলচ্চিত্র নির্মাতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত ও বিদেশে বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।