ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন মিথিলেশ চতুর্বেদী

বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন মিথিলেশ। কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে নিজ শহর লখনউতে ফিরে যান তিনি। সেখানেই তার চিকিৎসা চলছিল।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মুম্বাইয়ে আনা হয় তাকে। কোকিলাবেন হাসপাতালে চলছিল চিকিৎসা। বুধবার (০৩ আগস্ট) সেখানেই প্রয়াত হন অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে জামাই আশিস চতুর্বেদী।

চরিত্রাভিনেতা হিসেবে বলিউডের অসংখ্য সিনেমায় কাজ করেছেন মিথিলেশ। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গ্যায়া’, ’ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রেডি’সহ বহু সিনেমায় তার অসাধারণ অভিনয় দর্শকপ্রিয় হয়েছে।  
বিজ্ঞাপন

মিথিলেশ বড় পর্দায় কাজ করলেও নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন এক সময়। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ সিনেমায় শেষবার দেখা গেছে তাকে।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।