ঢাকা: ব্রিজটির বাঁক সত্যিই আপনাকে ‘মাতাল’ করবে। সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ও সমুদ্রোপকূলের নীল-রঙিন জলের ছিটার সম্মোহনতো রয়েছেই।

বলছি নরওয়ের আটলান্টিক ওশান রোডের কথা। মূলত ব্রিজটির বাঁকের জন্য স্থানীয়ভাবে এটি ‘দ্য ড্রাঙ্ক ব্রিজ’ বা ‘মাতাল সেতু’ নামে পরিচিত।

শান্ত আবহাওয়ার মধ্য দিয়ে এ ব্রিজে চড়ে গাড়ি চালিয়ে গেলে পাবেন প্রশান্তির নিঃশ্বাস। তবে খারাপ আবহাওয়া আপনাকে কিছুটা ভোগালেও পাবেন আনন্দ।

বিশেষত সমুদ্রোপকূলের নীলাভ পানি যখন তীরে আছড়ে পড়বে, তখন এর ছিটেফোঁটা ক্লান্তি দূর করে দেবে প্রশান্তি।

পড়ন্ত বিকেলে কিংবা গোধূলি বেলায় ওশান রোড রীতিমত মোহে ফেলে দেবে আপনাকে। অবর্ণনীয় সৌন্দর্যের প্রতীক ব্রিজটি ভরা যৌবন (২৫ বছর) পার করছে।

ব্রিজটি নির্মাণে লেগেছে ছয় বছর সময়। আর নির্মাণকাজে শ্রমিকদের লড়াই করতে হয়েছে ১২টি ঝড়ের সঙ্গে।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, নভেম্বরব ২২, ২০১৪