ঢাকা: উড়নচণ্ডি এক কাকের হঠাৎ শখ হলো মদ্যপানের। তাইতো সে উড়ে এসে বসলো কলকাতার এক ৫ তারকা হোটেলের বারে।


প্রথমে বার লাগোয়া গাছের ডাল, তারপর পালিশ করা চকচকে শোকেসের মাথায় এসে বসলো সে কাক। ইতি উতি তাকিয়ে ঠুকরে খোলার চেষ্টা করলো সাজানো বোতলেরে কর্ক।
শেষ পর্যন্ত অবশ্য শিকে ছেড়েনি কাকটির ভাগ্যে। হোটেল কর্মীদের তৎপরতায় মদ্যপানের আশা ত্যাগ করে এলাকা ছাড়তে হয়েছে কাকটিকে। আহারে বেচারা!
কলকাতার সেই পাঁচ তারকা হোটেল থেকে ওই ঘটনার ছবি তুলে পাঠিয়েছেন বাংলানিউজের এক সহৃদয় পাঠক।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪