তার নাম রবার্ট জন। একজন জার্মান ডিজিটাল আর্টিস্ট।
ছবিগুলো আইফোন বা ডিএসএলআর দিয়ে তোলা। এডিট করতে তার সময় লাগে দুই ঘণ্টার মতো। এসব ছবি ইনস্টাগ্রামে আপলোড করে জুগিয়েছেন ৬ লাখ ২০ হাজার ফলোয়ার। তাহলে দেরি কেন, চলুন আমরাও দেখে নিই এক নজরে।
অদ্ভুত সুন্দর এই পাহাড়ের ছবিটিতে দেখা যাচ্ছে একটি মেয়ে মেঘ ছড়ানো আকাশে বেলুন ওড়াচ্ছে। তাই হয়তো ছবিটির নাম ‘সি লিভস হার লাইফ ইন হার ওন লিটল ফেইরিটেল। ’
যদি এমন সমুদ্রের ওপর তাঁবু টাঙিয়ে থাকা যেতো কেমন মজার হতো?
জার্মান বুদ্ধিদীপ্ত ডিজিটাল আর্টিস্ট এই অসাধারণ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন।
শুধু আইফোনের এডিট অপশনে গিয়েই কি দুধর্ষ করে তোলা হয়েছে ছবিটিকে।
এই ছবিটি রবার্ট জনের বিখ্যাত ছবিগুলোর মধ্যে একটি।
এ ছবিটির নাম জন দিয়েছেন ‘লাইফ ইস নট অ্যাবাউট ওয়েটিং ফর দ্য স্টর্ম টু পাস। ’
ঝলমলে এই ছবিটির নাম ‘সুপারমুন ইন রিও’। আর্টিস্ট তার ব্রাজিলিয়ান ভক্তদের জন্য এটি এডিট করেছেন।
‘প্রিটি ইন পিংক’ নামের ছবিটি নিউ ইয়র্কের জন্য করা হয়েছে।
নিউ ইয়র্ক শহরের অন্তিম আকাশ রেখা জনের অনুপ্রেরণার অংশবিশেষ।
আইফেল টাওয়ারে বজ্রপাত।
ইতালির শহুরে খালে তিমি! দৃশ্যটা দেখার মতোই।
ছবিটার সম্পর্কে জনের উক্তি: ‘তুমি চাঁদকে চাও? যদি চাও তাহলে চাঁদ নিচে তোমার সামনে ঝুঁকে বসবে। ’
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫