এই সময় ডিজিটাল: কিছু ইংরেজি শব্দ আমাদের প্রায় মজ্জাগত হয়ে গিয়েছে। তার মধ্যে অন্যতম হল ওকে।
এই বহুল ব্যবহৃত ইংরেজি শব্দ ওকে-এর ইতিহাসটা বেশ মজার। ইংরেজি অভিধানে ওকে ঢুকে পড়ে ১৮৩৯ সালের পরে। আসলে শব্দটি একটি সম্পাদকীয় রসিকতা ছিল। ১৮৩৯ সালে 'বোস্টন মর্নিং পোস্ট' পত্রিকায় বিখ্যাত মার্কিন সাংবাদিক চার্লস গর্ডন গ্রিন প্রথম ওকে শব্দটি ব্যবহার করেন। মার্কিন ইংরেজিতে "Oll Korrect"-কেই মজা করে ওকে লেখেন তিনি। গর্ডন গ্রিনের নিছকই সম্পাদকীয় রসিকতাই বিশ্বে ভাইরাল হয়ে যায়। এবং "Oll Korrect" হয়ে যায় OK। বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইংরেজি শব্দ। এইসময় থেকে।
বাংলাদেশ সময় ০৭৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫