ঢাকা: হাঙরকে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে সাধারণত দেখা যায় না। কিন্তু হাঙরের কারণেই সমুদ্রের আর সব প্রাণীরা পড়ে মহাবিপদে।
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট সমুদ্র উপকূলে ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো ধাক্কা খেয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন হলেন স্ল্যাটার মুর। তিনি নৌকার উপর থেকে পিলে চমকানো এ দৃশ্য ফ্রেমবন্দি করেন।
মুর হাফিংটন পোস্টের মাধ্যমে জানান, প্রকৃতির শিকারিদের রাজা এবার হলো শিকার!
যদিও মুর এর আগেও সি লায়নকে হাঙর খেতে দেখেছেন। এবারের ঘটনায় পাঁচটি সি লায়ন একজোট হয়ে ছোট একটি থ্রেসার হাঙরকে আক্রমণ করে।
এদিকে মেরিন ম্যামেল সেন্টার জানায়, ক্যালিফোর্নিয়ার সি লায়নরা সুযোগসন্ধানী খাদক। এরা স্কুইড, অক্টোপাস, ম্যাকরল, রকফিশ ও ছোট হাঙর খায়।
আবার থ্রেসার হাঙরের খাদ্যতালিকায় রয়েছে টুনা, অন্যান্য মাছ, ম্যাকরল, স্কুইড, সামুদ্রিক পাখি ইত্যাদি।
ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের শার্ক ল্যাবের ডিরেক্টর ক্রিস লো জানান, ক্যালিফোর্নিয়ার সি লায়ন দেড় মিটার বা প্রায় পাঁচ ফুট লম্বা লিওপার্ড হাঙর শিকার করে।
অনেকেই ভাবতে পারেন স্তন্যপায়ী প্রাণীটির হাঙর খাওয়ার কারণ কী? কিন্তু বলে রাখা ভালো ক্যালিফোর্নিয়ার সি লায়নদের কাছে এটি নতুন কোনো ঘটনা নয়। হরহামেশাই হচ্ছে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএমএন/এএ