ঢাকা: ফাস্টফুডের মধ্যে হ্যামবার্গারের জনপ্রিয়তা প্রথম সরিতে। স্পাইসি, চিজি, ডবল বা ট্রিপল লেয়ারের হ্যামবার্গার খেতে কী ইয়াম্মি তাই না!
তাই বুঝি এবার চীন বানালো এতো বড় হ্যামবার্গার।
উত্তর-পূর্ব চীনের আকাশছোঁয়া বার্গারটির দৈর্ঘ্য ১০ মিটার বা প্রায় ৩৩ ফুট!
সম্প্রতি উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের সেনইয়াংয়ে বার্গারটি তৈরি করা হয়েছে। প্রায় নয় ফুট চওড়া হ্যামবার্গারটি ওজনে দুই টন।
দেখতে তাজা আর ইয়াম্মি মনে হলেও দুঃখের বিষয় হচ্ছে চাইলেই এটি খাওয়া যাবে না। কেন?
কারণ, হ্যামবার্গারটি একটি স্ট্যাচু!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসএমএন/এসএস