ঢাকা: ক্রেস্টেড গিনিফল পাখিটিকে যেনো কার মতো লাগছে! ও মনে পড়েছে, পাখিটির মাথার ঝুটির স্টাইল অনেকটা এলভিস প্রিসলির মতো!
বিংশ শতাব্দীর সাড়া জাগানো সঙ্গীত তারকার সঙ্গে পশ্চিম আফ্রিকার পাখিটির ছবি মিলিয়ে দেখুন, অমনটাই ঠেকবে।
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নেটালের জিমাঙ্গা গেম রিজার্ভ থেকে গিনিফল পাখির ছবি তুলেছেন জ্যাকো মার্কস।

undefined
পার্টটাইম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার মার্কস জানান, পাখিটা দেখতে এলভিস প্রিসলির মতো।
অবশ্য এতকিছু বাদে পাখির ছবিকে এলভিস প্রিসলির ছবির মতো দেখতে মনে হওয়ার পেছনে তেমন কোনো ব্যাখা নেই বলে জানালেন মার্কস।
একইসঙ্গে সুন্দর ও মজার বলেই উল্লেখ করলেন তিনি।

undefined
ছবি তোলার প্রসঙ্গে মার্কস বলেন, এই গেম রিজার্ভে যাওয়ার কারণ এখানে অনেক ধরনের পাখি দেখা যায়। অার এর মধ্যে ছবি তোলার জন্য গিনিফলই আমার বেশি পছন্দের। কারণ তারা দেখতে একটু ভিন্ন প্রকৃতির।
একপাশ থেকে তোলা গিনিফলের ছবিটি মার্কসের সবচেয়ে প্রিয়। ছবিটিতে পাখিটির আসল সৌন্দর্য ফ্রেমবন্দি করা গেছে বলে জানান ৩১ বছর বয়সী এ ফটোগ্রাফার।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএমএন/এএ