ঢাকা: গণ্ডারটি শান্তভাবে হাঁটছিলো। তৃণভূমির পাশে ধুলোজমা রাস্তায় পর্যটকের একটা গাড়ি পার্ক করা ছিলো।
হয়তো নিজের অাস্তানায় উটকো আপদ ভেবে ভোঁ দৌড় দিয়ে মাথা দিয়ে ধুমাধুম একটা ধাক্কা দিলো গাড়িটিকে। ফের আবার ধাক্কা। গাড়ি উল্টে যাওয়ার জোগাড়।
গাড়ির ভেতরে বসে থাকা পর্যটকদের কথা একবার ভাবুন। এমন আকস্মিক আঘাতে হৃৎপিণ্ড কি আর জায়গামতো থাকে? গাড়িটা সরিয়ে নিলেন তারা।
পাশের আরেক গাড়ি থেকে ঘটনাটির ভিডিও ফুটেজ নেন আলেকজান্দ্রা পোয়ের নামে এক ব্যক্তি। নামিবিয়ার এস্তোনিয়া ন্যাশনাল পার্কের এ ঘটনার প্রত্যক্ষদর্শী আলেকজান্দ্রা জানান, গাড়ির ভেতরে যারা ছিলেন তারা বেরিয়ে পড়েন।
হয়তো গণ্ডারটি বিপদের আশঙ্কায় এ আক্রমণটি করেছে। জানান ৪৮ বছর বয়সী এ ব্যক্তি। সত্যি কথা বলতে আলেকজান্দ্রা নিজেও একটু ভড়কে গেছিলেন।
দক্ষিণ ও পূর্ব আফ্রিকার কালো গণ্ডার প্রায় বিলুপ্তির পথে। এস্তোনিয়া ন্যাশনাল পার্কের আট হাজার ছয়শো বর্গমাইল জুড়ে বেশ কিছু কালো গণ্ডার রয়েছে।
এদের ওজন এক হাজার চারশো ১০ কেজি প্রায়। ঘণ্টায় এরা ৩৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। অপ্রত্যাশিত কোনোকিছু বা প্রাণীকে হটিয়ে দিতে এরা বেশ পারদর্শী!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএমএন/এএ