ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২৬ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার। ১৪ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
• ১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
• ১৮৭০ - নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
• ১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
• ১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।
জন্ম
• ১৯০৮ - বাঙালি সাহিত্যিক লীলা মজুমদার। ১৯২২ সালে তার প্রথম গল্প লক্ষ্মীছাড়া সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। লীলা মজুমদার ১৯৬৩ থেকে ১৯৯৪ পর্যন্ত সহ-সম্পাদক হিসাবে সন্দেশ পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন।
মৃত্যু
• ২০১৫ - বাংলাদেশি লেখক ও ব্লগার অভিজিৎ রায়। পেশায় তিনি ছিলেন প্রকৌশলী। নিয়মিত ব্লগ ও বিজ্ঞান বিষয়ক লেখালেখি করতেন অভিজিৎ। ২০১৫ একুশে বইমেলা চলাকালীন সময়ে মেলা থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছে দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান তিনি।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএমএন/এএ