ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

প্রযুক্তির ব্যবহারে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা নিউজ২৪’র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
প্রযুক্তির ব্যবহারে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা নিউজ২৪’র

ঢাকা: ‘প্রযুক্তির ব্যবহারে থাকবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা। ’ এটাই ঘোষণা নঈম নিজামের।

তার কণ্ঠের প্রতিধ্বনি শোনা গেলো টিমের অন্য সদস্যদের কণ্ঠেও। দেশে আসছে নতুন টেলিভিশন চ্যানেল। নিউজ২৪। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মিডিয়া কংলোমোরেট ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে একটি নতুন সংযোজন।

বিশ্বে এখন টেলিভিশন সম্প্রচারে যেসব আধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে, তার সব কিছুরই সন্নিবেশ ঘটানোয় অত্যাধুনিক, বিশ্বমানের চ্যানেল হতে যাচ্ছে এটি। সে কারণেই উদ্যোগটি বাস্তবায়নের কর্ণধার প্রধান নির্বাহী (সিইও) নঈম নিজামের ঘোষণা- ‘প্রযুক্তির ব্যবহারে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করবে নিউজ২৪। ’

সামনেই বসেছিলেন টিমের অন্যতম চার সদস্য- কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সামিয়া রহমান, প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, হেড অব নিউজ ইব্রাহীম আজাদ ও চিফ রিপোর্টার নাজনীন মুন্নী। সবাই মিলে এক নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ বাস্তবায়নের পরিকল্পনার গল্প শোনালেন। এখানে চ্যালেঞ্জটাই নতুন, বললেন তারা।

কি সেসব প্রযুক্তি? আলোচনার টেবিলে সে প্রশ্ন ছিলো বাংলানিউজের। নঈম নিজাম শোনালেন কতগুলো নাম- রোবোটিক ক্যামেরা, ভার্চুয়াল স্টুডিও, ভিডিও ওয়াল, ওবি ভ্যান, থ্রিজি/ফোর-জি আপলিংক ব্যাকপ্যাক এমন ডজন ডজন নাম।

হলিউডের সাড়া জাগানো অ্যাভাটার সিনেমা যারা বানিয়েছেন, তাদেরই টিম এই ভার্চুয়াল স্টুডিও সেটিংসে সহযোগিতা করছে, যোগ করলেন    সামিয়া রহমান। বললেন, সব রহস্যের প্রকাশ এখনই নয়, স্টুডিওতে যখন কাজ হবে আর তার আউটপুট যখন দর্শক দেখতে পাবে তখনই এর বিশেষত্ব টের পাওয়া যাবে।
সে অপেক্ষায় দর্শককে রেখে আলোচনা এগুলো কাজের কথায়। নঈম নিজাম জানালেন, একসঙ্গে ২৪টি লাইভ প্রোগ্রাম চালানো যাবে এমন আয়োজন থাকছে নিউজ২৪-এ।

এত লাইভ প্রোগ্রামের আয়োজন কেন? বাংলানিউজের এই প্রশ্নে তিনি বলেন, প্রথমেই জানিয়ে রাখি এটি হতে যাচ্ছে চব্বিশ ঘণ্টার নিউজ চ্যানেল। যেখানে খবর- সেখানেই থাকবে নিউজ২৪’র টিম। সুতরাং একসঙ্গে অনেক ঘটনাই ঘটতে থাকবে। ভার্চুয়াল স্টুডিও থেকে সেইসব স্পটকে লিংকড করা হবে প্রযুক্তির সহায়তায়। সুতরাং যত লাইভ, টেলিভিশন ততই লাইভলি।

এটাই বিশেষত্ব, বললেন তিনি। এখনও টেলিভিশন চ্যানেলগুলো তাদের পুরো কনটেন্টকে দর্শকপ্রিয় করে তুলতে পারছে না। চব্বিশ ঘণ্টার চ্যানেলে এটি একটি বড় চ্যালেঞ্জ, যা নিতে চলেছে নিউজ২৪। ম্যারম্যারে কোনও কনটেন্ট এক দণ্ডের জন্যও সম্প্রচার করা হবে না। ফলে লাইভ ক্যামেরায় দর্শক সবসময়ই পেয়ে থাকবে তাজা খবরের স্বাদ।

নঈম নিজাম বলেন, সব সংবাদই আমরা সবার আগে দিতে চাই। সেজন্যই যেখানেই খবর সেখানেই ছুটে যাবে আমাদের টিম। এই ছুটে যাওয়া নিশ্চিত করতে নিউজ২৪ তার কর্মীদের হেলিকপ্টার ব্যবহারের সুযোগ রাখছে। এভাবেই স্পটে সবার আগে পৌঁছানোর চ্যালেঞ্জ জয় করবে নিউজ২৪। আর স্পটে আগে যাওয়া, লাইভ সম্প্রচারে ইক্যুইপ্ট হয়ে যাওয়া নিশ্চিত করা মানেই সবার আগে খবর প্রচার। অতএব দর্শক ছুটে আসবেই।

কারা এই দর্শক, এরই মধ্যে যারা টেলিভিশন দেখছেন তারাই, নাকি নিউজ২৪ নতুন দর্শক তৈরি করবে- সে প্রশ্নে নঈম নিজাম বলেন, দুটোই, আমরা দর্শক টানতেও চাই, সৃষ্টিও করতে চাই। আমরা সবার আগে খবর দিলে আমাদেরটাই দর্শক দেখবে। কারণ মানুষ এখন খবরটা জানতে চায়, আর দ্রুতই জানতে চায়। আর নতুন দর্শক সৃষ্টি করতে নিউজ২৪ হয়ে উঠবে গণ মানুষের চ্যানেল। যেখানেই মানুষের মুখ সেখানেই নিউজ২৪’র ক্যামেরা। ফলে মানুষই হবে এই টেলিভিশন স্ক্রিনের মূল কনটেন্ট। আর আমরা যত বেশি মানুষকে দেখাতে পারবো ততই আমাদের দর্শক বাড়বে।

‘আমরা নিরপেক্ষ থাকবো না, জনগণের পক্ষে থাকবো’ বলেই চললেন নঈম নিজাম। বললেন, আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো, সংবিধানের পক্ষে থাকবো, দেশের পক্ষে থাকবো। তবে আমরা কোনওভাবেই দলকানা থাকবো না। আমাদের কনটেন্ট হবে দলবাজি মুক্ত, আর সাধারণ মানুষ যখন দেখবে আমরা আমাদের কথা রেখেছি, তখন আমাদের দর্শক হয়েই তারা টেলিভিশনের সামনে বসবে।

টিমের শীর্ষস্থানীয়দের দেখিয়ে তিনি বলেন, এরা সকলেই তাদের নিজ নিজ স্থানে স্বকীয় এবং যোগ্যতা ও দক্ষতার প্রমাণ রেখেছেন। তারাই এখন নিউজ২৪ এ। সামিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল সাড়া জাগানো একুশে টেলিভিশনের শুরু দিককার টিমে সংযুক্ত হয়ে এখনো কাজ করছেন। সম্প্রতি তিনি টেলিভিশন টকশো দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে পরিচালনা করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। তিনি কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর হিসেবে কাজ করবেন। শাহনাজ মুন্নী একুশে টেলিভিশনের সাড়া জাগানো সেই রিপোর্টিং টিমের একজন সদস্য ছিলেন, পরে দীর্ঘ অভিজ্ঞতা নিয়েছেন এটিএন বাংলায়। নিউজ২৪’র বার্তা বিভাগের পুরো সমন্বয়ের দায়িত্ব থাকছে তার হাতে। ইব্রাহীম আজাদ একুশে টেলিভিশনে হেড অব নিউজ ছিলেন। এখানেও হেড অব নিউজ হয়ে এসেছেন, তিনিও দক্ষতার সঙ্গে কাজ করবেন। রিপোর্টিং টিম পরিচালনার জন্য নাজনীন মুন্নী, ফারুক হোসেন দায়িত্ব নিয়েছেন তাদের উপরও রয়েছে পূর্ণ আস্থা।

দেশের বেসরকারি টেলিভিশন পরিচালনায় ও তাকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে নেওয়ার প্রমাণ নঈম নিজাম নিজেও রেখেছেন এটিএন বাংলায়। পরে বাংলাদেশ প্রতিদিনকে (বসুন্ধরা গ্রুপেরই অপর বাংলা দৈনিক) দেশের প্রধান ও সর্বোচ্চ প্রচারিত দৈনিকে উন্নীত করার কারিগর তিনি।

টিমের সদস্যদের অন্যতম ভরসাস্থলও নঈম নিজাম। তারা জানালেন, তার নেতৃত্বের দক্ষতা এরই মধ্যে আমরা উপলব্ধি করছি এবং একটি বড় চ্যালেঞ্জ নিতে এমন নেতৃত্ব অনুপ্রেরণাদায়কতো বটেই, তার হাতে সাফল্য আসবে সে নিশ্চয়তাও পাওয়া যায়।

‘সাফল্য’ সে কোন পথে? কীভাবে? কত দিনে? সে প্রশ্ন নঈম নিজামের টেবিলে অবশ্যই ছিলো। দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিলেন কোন পথে, কিভাবে আগেই বলেছি। এখন জানাচ্ছি এক বছরের মধ্যে এই টেলিভিশন চ্যানেল ব্রেকইভেনে পৌঁছাবে।

বললেন, এখানে সবচেয়ে বড় করে উচ্চারণ করতে হবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার যোগ্য সন্তান সায়েম সোবহানের নাম। তাদের দুরদর্শী ভাবনা ও পরিকল্পনারই বাস্তব রূপ এই নিউজ২৪। আর আমরা সবাই জানি বসুন্ধরা গ্রুপের সব উদ্যোগই সফল হয়। এরই মধ্যে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আওতায় দুটি বাংলা দৈনিক একটি ইংরেজি দৈনিক ও একটি অনলাইন নিউজপোর্টাল সাফল্য নিশ্চিত করেছে। একটি টেলিভিশন ও একটি রেডিও স্টেশনের নতুন উদ্যোগও সফল হবে, দৃঢ়তার সঙ্গে বলেন নঈম নিজাম।

বার্তা বিভাগ কতটা প্রস্তুত সে নিয়ে কথা বলেন শাহনাজ মুন্নী। তিনি বলেন, আমরা একটা বড় রিক্রুটমেন্ট শেষ করেছি, আরও নিয়োগ প্রক্রিয়াধীন। অত্যন্ত নিঁখুত পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে অভিজ্ঞদের টিমে নেওয়া হয়েছে এবং হচ্ছে, সঙ্গে নেওয়া হচ্ছে নতুনদেরও। নবীন ও দক্ষ-অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত টিম একটি সেরা টিমে পরিণত হবে এটাই আমাদের প্রত্যাশা।

পজেটিভ বাংলাদেশকে তুলে ধরাই হবে অন্যতম লক্ষ্য, বলেন হেড অব নিউজ ইব্রাহীম আজাদ।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া হাউজে নির্মিত নতুন ভবনে নিউজ২৪’র অফিস ঘুরিয়ে দেখান চিফ রিপোর্টার নাজনীন মুন্নী। সেখানে বার্তাকক্ষ চালু করে দেওয়ার জন্য ফিনিশিং টাচ চলছে। ইক্যুপমেন্টগুলো অনেকগুলো খোলা হয়েছে, এক-দুই দিনের মধ্যেই কাজ শুরু করা হবে। এডিটিং প্যানেল, অ্যানিমেশন, ক্যামেরা, স্টুডিও সব কিছুই প্রস্তুত হচ্ছে একটি বিশ্বমানের টেলিভিশন চ্যানেল হয়ে ওঠার লক্ষ্যে।

২৫ মার্চ টেস্ট ট্রান্সমিশনে যাচ্ছে নিউজ২৪। আর তার মাত্র দুই মাসের মধ্যেই পূর্ণাঙ্গ সম্প্রচার কাজ শুরু হবে, দৃঢ়তার সঙ্গে জানালেন নঈম নিজাম।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমএমকে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।