ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

অ্যাডলফ হিটলারের আত্মহনন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
অ্যাডলফ হিটলারের আত্মহনন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ এপ্রিল ২০১৬, শনিবার। ১৭ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৮৯ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।
•     ১৮৩৮ - নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।
•     ১৮৬৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধীনস্থ করা হয়।
•     ১৯৩৯ - এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।
•     ১৯৪৫ - চূড়ান্ত পরাজয়ের আগে ভূ-গর্ভস্থ বাংকারে অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেন।
•     ১৯৭৬ – বাংলাদেশ ও পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

জন্ম
•     ১৭৭৭ - জার্মানির গনিতজ্ঞ ও জ্যোতিষশাস্ত্রবিদ জন কার্ল ফেড্রিক গাউস।
•     ১৯১৬ - মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী এবং বিজ্ঞানী ক্লদ শ্যানন।
•     ১৯৮২ - মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী কিয়ের্স্টেন ডানস্ট।
•     ১৯৮৭ - ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।

মৃত্যু
•     ১৯৪৩ - লেখক ও সমাজতন্ত্রী বিয়াট্রিস ওয়েব।
•     ১৯৪৩ - ডেনিশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ অটো ইয়েসপার্সেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।