ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

 

১৬ আগস্ট ২০১৬, মঙ্গলবার। ১ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৮৭ - চার্নকের সঙ্গে মোগল শাসনকর্তাদের চুক্তি স্বাক্ষরিত হলে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি পায়।
•     ১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।
•     ১৯০৫ - লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন কার্যকর করেন।
•     ১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয়।


ব্যক্তি
•     ১৮৪৫ - নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমানের জন্ম।
•     ১৮৮৬ - শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যু।
•     ১৯০৪- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানলির জন্ম।
•     ১৯৩০ - ব্রিটিশ কবি টেড হিউজের জন্ম।
•     ১৯৭৩ - নোবেলজয়ী অণুজীববিজ্ঞানী সেলমান ওয়াকসম্যানের মৃত্যু।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।