ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

মিশরের রানী ক্লিওপেট্রার আত্মহনন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
মিশরের রানী ক্লিওপেট্রার আত্মহনন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩০ আগস্ট ২০১৬, মঙ্গলবার। ১৫ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩০ - বুলগেরিয়ার রাজপুত্র ওথো গ্রিসের রাজা নির্বাচিত হন।
•    ১৯৪১ - জার্মান বাহিনী লেনিনগ্রাদ অবরোধ করে।
•    ১৯৯১ - আজারবাইজান স্বাধীনতা ঘোষণা করে।

ব্যক্তি
•    খ্রি. পূ. ৩০ - মিশরের রানী কিওপেট্রা আত্মহত্যা করেন। ক্লিওপেট্রা ছিলেন টলেমিক মিশরের সর্বশেষ সক্রিয় ফারাও। মহামতি আলেকজান্ডারের মৃত্যুর পর তার এক সেনাপতি মিশরে কর্তৃত্ব দখল করেন ও টলেমিক বংশের গোড়াপত্তন করেন। ক্লিওপেট্রার জীবনীকাররা বলেন, তিনি ছিলেন অসম্ভবরকমের নজরকাড়া সুন্দরী। এজন্য এখনও সুন্দরের তুলনা এলে ক্লিওপেট্রার প্রসঙ্গ আসে। ক্লিওপেট্রা অসম্ভব বিলাসবহুল জীবন যাপনও করতেন।

•    ১৫৬৯ - মোগল সম্রাট জাহাঙ্গীরের জন্ম।
•    ১৬৫৯ - আওরঙ্গজেবের ঘাতকের হাতে দারা শিকোহর মৃত্যু।
•    ১৭৯৭ - ‘ফ্রাঙ্কেনস্টাইন’ গ্রন্থের লেখিকা ও কবি শেলির স্ত্রী মেরি ওলস্টোনক্র্যাফট শেলির জন্ম।
•    ২০০১ - বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আফম আহসানউদ্দিন চৌধুরীর মৃত্যু। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৮২ সালের ২৭ মার্চ সামরিক অভ্যুত্থানের তিন দিন পর তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। আহসানউদ্দিন এ দায়িত্বে তিনি ছিলেন ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত।
•    ২০০৬ - নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক নাগিব মাহফুজের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।